September 13, 2024

গরমের ছুটিতে কলকাতার আসে পাশে ঘুরে আসার কিছু জায়গা

দেখতে দেখতে গরম পড়েই গেল।  এই গরমের ছুটিতে কোথায় যাবেন থিক করে ফেলেছেন ? না এখনও ভাবছেন যে কোথায় যাওয়া যায়।  তাহলে এখনই প্ল্যান করুন আর বেরিয়ে পড়ুন গন্তব্যের উদ্দেশে। আর কোথায় যাওয়া তা যদি আপনারা ঠিক করতে না পারেন, তাহলে আমরা আপনাকে সাহায্য করছি আপনার ভ্যাকেশন প্ল্যানিংয়ে।

 ১। সিমলা ( Shimla – The Queen of Hills)
২। মানালই Manali – Snow Capped Peaks
৩। আন্দামান এবং নিকবর  Andaman and Nicobar – Beach Holiday
৪। দার্জিলিং Darjeeling – Large Collection of Tea
৫। মান্নর  Munnar -Tea Plantations
৬।হৃষীকেশ (Rishikesh – Yoga and Adventure)
৭। লাক্ষাদ্বীপ Lakshadweep Islands – Sun-kissed Beaches
৮। শিলং Shillong – Lush Green Hills
৯। ওটি Ooty – Extensive Tea Gardens
১০। গাংটক Gangtok – The Land of Monasteries
১১। লাদাক Ladakh – Monasteries, Adventure, Beauty
১২। মহাবলেশ্বর Mahabaleshwar – Scenic Viewpoints
১৩। নইনিতাল Nainital – Pleasant Weather
১৪। কালিংপঙ্গ Kalimpong – Tibetan Handicrafts
১৫।কন্নড় Coonoor – Production of Nilgiri Tea
১৬। অলি Auli – Hiking and Skiing
17. Lonavala – Lush Green Valleys
18. Kodaikanal– Cool and Misty Weather
19. Dharamshala – Buddhist Culture
20. Dalhousie – Cool Climate
21. Pondicherry – French Capital of India

সিমলা ( Shimla – The Queen of Hills)

সিমলা তো হিমাচল প্রদেশের রাজধানী।  গ্রীষ্ম ও শীত বেড়াবার জন্য আদর্শ। শীতে আকাশ থেকে ঝরে পড়া বরফকুচি লেগে থাকে গাছের ডালে, ডালের পাতায়, গাছের নিচে, সবুজ মাঠে, বাড়ির ছাদে। 

Facebook Comments Box
BengaliEnglishHindi