December 10, 2024

কলকাতার ১০০ টি দুর্গা পুজোর থিম ২০২৩ । Kolkata Durga Puja Theme 2023

Durga Puja Theme 2023

Durga Puja Theme 2023

দুর্গা পুজো থিম ২০২৩

Kolkata Durga Pujo Theme 2023

হাতে পড়ে আর মাত্র কয়েকটা দিন। তারপরই নিজেদের শ্রেষ্ঠ  উৎসব দুর্গাপুজোতে মেতে উঠবেন বাঙালিরা। আর পুজো মানেই তো অনেক পরিকল্পনা, অনেক গোছগাছ, প্ল্যানিং । একদিকে যেমন আছে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, খাওয়াদাওয়া তেমনি আছে কোথায় কি থিম হতে চলেছে তার খোঁজ নেওয়া। তাই আজ আমরা কলকাতার ১০০ টি পুঁজর থিম নিয়ে চলে আসেছি।

১. শ্রীভূমি স্পোর্টিং ক্লাব                                                               

থিম –  প্যারিসের ডিজনিল্যান্ড

২. কল্যাণী আই টি আই মোড় লুমিনাস ক্লাব                                 

থিম – চীনের বিখ্যাত হোটেল গ্র্যান্ড লিসবোয়া

 
৩. চেতলা অগ্রণী  
 
থিম –  যে যেখানে দাঁড়িয়ে 
 
৪. টালা পার্ক প্রত্যয়
 
থিম –  কহন
 

৫. বালীগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন                                     

থিম –  কথাবলী – কথা – কবিতার অন্য পাঁচালী

 

৬. উল্টোডাঙা সুরির বাগান দুর্গাপূজা

থিম – Tribute

৭. চোরবাগান সার্বজনীন

থিম –  সময়ের তালে তালে বদলায় অনুভূতি

৮. কালীঘাট নেপাল ভট্টাচাৰ্য্য স্ট্রীট ক্লাব 

থিম –  ইচ্ছা পূরণ
 

৯. দমদম দক্ষিণপাড়া দুর্গোৎসব

 
থিম আলাপন
 

১০. বসল্টলেক এ বি ব্লক

 
থিম অমৃত বিষ
 

১১. হাতিবাগান নবীন পল্লী

 
থিম   ৯০ করলে আবার সেঞ্চুরি হয় নাকি ?
 

১২. ৪১ পল্লী ক্লাব

 
থিম –  অবগাহন
 
১৩. বড়িষা প্লেয়ার্স কর্ণার
 
থিম মহারাজার দরবারে, দুগ্গা আসুক সমারোহে
 
১৪.  শিবমন্দির সার্বজনীন দুর্গোৎসব সমিতি
 
থিম –  শক্তি অন্দরে অন্তরে
 

১৫. আহিরীটোলা সর্বজনীন

 
থিম –  অবিনশ্বর
 

১৬. নিউটাউন সার্বজনীন

 
থিম – কোমল গান্ধার
 
১৭. ত্রিকোণ পার্ক
 
থিম –  অন্তহীন
 
১৮. একডালিয়া এভারগ্রিন
 
থিম – সাবেকিয়ানা ও মহারাষ্ট্রের জৈন মন্দির
 

১৯. হরিদেবপুর ৪১ পল্লী ক্লাব

 
থিম –  অবগাহন
 
২০. হাজরা পার্ক দুর্গোৎসব
 
থিম –  আমরাও চলছি
 
২১. রাজডাঙ্গা নব উদয় সংঘ
 
থিম – তবু তুমি সুন্দরী কত কোলকাতা
 
২২. শোভাবাজার বড়তলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি
 
 থিম – আহ্লাদী
 
আপনার পাড়ার পুজর থিম কি আমাদের জানান আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/BongCuriosity
 
আমাদের ফেসবুক পেজ Follow  করো খুব তারাতারি বাকি পুজ থিম নিয়ে আসব 
 

Kolkata Durga Pujo Theme 2023

 
 
 
আরও পুজর থিম জানার জন্য আমাদের ফেসবুক পেজে নজর রাখুন  – Bong Curiosity
আরও জানতে আমাদের Instagram Fallow করতে পারেন – @bongcuriosity
আমাদের Youtube Channel – https://www.youtube.com/@BongCuriosity/
Facebook Comments Box
BengaliEnglishHindi