ঘর বন্দী অবস্থায় কেটে গেল প্রায় দেড় বছর। সারাদিন চার দেওয়ালের মধ্যে কম্পিউটার অথবা মোবাইল স্ক্রিনে মুখ গুঁজে বসে থাকতে থাকতে ক্লান্ত আমরা। তাই কোভিডের ভয় থাকলেও অনেকেই টুকটাক করে এধার-ওধার ঘুরতে বেরিয়ে পড়ছে। আবার অনেকেই পাখির চোখ দিয়ে বসে আছে পুজোর ছুটিতে। আর পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য সবার সর্বকালের অন্যতম প্রিয় জায়গা দার্জিলিং। বারবার গেলেও আবারও ফিরে যেতে ইচ্ছা করে। তবে চেনা দার্জিলিংকে একটু নতুনভাবে অনুভব করার জন্য আজকাল সবার বিশেষ পছন্দ হয়ে উঠেছে পাহাড়ের কোলের বিভিন্ন হোমস্টে গুলি।
১। Happy valley Homestay:
দার্জিলিং-এর জনপ্রিয় হুকার রোডে অবস্থিত এই হোমস্টে টি তামাং ফ্যামিলির, যাদের আতিথেয়তা উল্লেখযোগ্য।সুন্দর সাজানো-গোছানো সমস্ত জরুরি সুযোগসুবিধাসম্পন্ন প্রাইভেট রুম, attached bathroom এসব তো রয়েছে তার সাথে উপরিপাওনা হলো রেষ্টুরেন্ট যেখান আপনারা লোকাল food try করতে পারেন। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আশেপাশে কাছাকাছির মধ্যে নানান ঘোরার জায়গা পেয়ে যাবেন। যেমন – হ্যাপি ভ্যালি টি গার্ডেন, PADMAJA NAIDU HIMALAYAN ZOOLOGICAL PARK, HIMALAYAN MOUNTAINEERING INSTITUTE ইত্যাদি। এছাড়াও 15 মিনিটের হাঁটা পথে রয়েছে মেন মার্কেট ও মল। এখানকার একদিনের ভাড়া মোটামুটি ১২০০ থেকে ১৩০০ টাকার মধ্যে।
২। Himshika Homestay:
দার্জিলিং এর হুকার রোডের অন্যতম সুন্দর হোমস্টে। অত্যন্ত সুন্দর ও সৌখিনভাবে সাজানো বিভিন্ন ধরনের rooms রয়েছে যেমন- the etic, স্ট্যান্ডার্ড ডবল বেডরুম, Deluxe double bedroom with terrace and private kitchen ইত্যাদি। সাথে পাবেন চোখ জোড়ানো পাহাড়ি দৃশ্য ও সুস্বাদু খাবার। এই ধরনের Mr. আর Mrs. শর্মা যারা সর্বদাই আপনার সুবিধা-অসুবিধার খেয়াল রাখবেন। একদিনের ভাড়া মোটামুটি দুই থেকে আড়াই হাজার টাকা।
৩। Hidden woods Homestay:
Luxary ও privacy যদি আপনার choice হয় তাহলে বেছে নিতে পারেন এই হোমস্টেটি। দুজন, তিনজন ও পাঁচজন থাকার মতো বিভিন্ন রুম available। প্রত্যেকটি রুমের পার্সোনাল চাবি আর আলাদা entrance রয়েছে। ভাড়া দুই হাজার থেকে সাড়ে তিন হাজারের মধ্যে। এছাড়াও আপনি চাইলে পুরো হোমস্টেটি বুক করতে পারেন। Season অনুযায়ী rate change হয়। টিভি, ওয়াইফাই কানেকশন, laundry, food, ইলেকট্রিক হিটার সবই avalaible। রুমগুলি বেশ luxarious এবং আশেপাশের দৃশ্য ও পরিবেশ অত্যন্ত মনমুগ্ধকর।
৪। Darjeeling Heights Homestay:
দার্জিলিং এর proper view চাইলে এই হোমস্টেটি অবশ্যই বেছে নেবেন। দার্জিলিং শহর কে একদম উপর থেকে দেখতে হলে, পাহাড়ের সারি সৌন্দর্য আস্বাদন করতে হলে থাকতে পারেন ডক্টর জাকির হোসেন রোড এর এই হোমস্টেটিতে। অন্যান্য হোমস্টেগুলির মতোই জরুরি সুযোগ-সুবিধা ও food available। ভাড়া পড়বে মোটামুটি দুই হাজার টাকা।
৫। Fraternity Homestay:
পরিষ্কার-পরিচ্ছন্ন রুম তার সাথে রুমের ব্যালকনিতে বসে সুন্দর পাহাড়ের দৃশ্য এই সব কিছুরই সংমিশ্রণ Fraternity Homestay। পাহাড়ের কোলে এ জে সি বোস রোড এর লালকুঠিতে অবস্থিত এই হোমস্টে-র মালিক হলেন Keviv, যার ব্যবহার উল্লেখযোগ্য। এক শান্তিপূর্ণ পরিবেশে কয়েকটি দিন কাটাতে চাইলে অবশ্যই বেছে নিতে পারেন এই হোমস্টেটি। কাছাকাছি রয়েছে রক গার্ডেন, ডালি মনেস্ট্রি। এখানকার দিন প্রতি ভাড়া মোটামুটি ১৮০০ টাকা।