Durga Puja 2022 – দুর্গাপুজো ২০২২ নির্ঘণ্ট: মহালয়া থেকে দশমী পর্যন্ত।
দুর্গা পূজা (Durga Puja) প্রধানত উৎসব প্রধান পূজা। শারদীয়া দুর্গাপূজাকে “অকালবোধন” বলা হয়। কালিকা পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণ অনুসারে, রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পূজা করা হয়েছিল। হিন্দুশাস্ত্র অনুসারে, শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন। তাই এই সময়টি তাদের পূজা যথাযথ সময় নয়। অকালের পূজা বলে তাই এই পূজার নাম হয় “অকালবোধন”।
এই পূজার উধভব সম্পর্কে নানা মুনির নানা মত। দুর্গার কাঠামোয় আর একটি রহস্যময় ব্যাপার হলো নবপত্রিকা। পত্রিকা মানে পাতা হলেও আসলে নবপত্রিকা হলো নয়টি গাছ। এগুলি হলো –
কদলী বা কলা, হরিদ্রা বা হলুদ, জয়ন্তী, বিল্ব বা বেল, দাড়িম্ব বা ডালিম, অশোক, মান, কচু এবং ধান। একটি পাতাযুক্ত কলাগাছের সঙ্গে অপর আটটি গাছ মূল ও পাতাসহ একত্র করে একজোড়া বেল সহ সাদা অপরাজিতা গাছের লতা দিয়ে বেঁধে লালপাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বধূর আকার দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে দেবীপ্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পূজা করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবউ। আর না জেনে আমরা এটাকেই মনে করে আসছি গনেশের বউ।
শ্রী রামচন্দ্র দেবীকে বোধন করে রাবণ বধের জন্য বর লাভ করেছিলেন। বসন্তকালেই এই পূজা বিধি সম্মত।
ভারতীয় সংস্কৃতিতে দুর্গা পূজা একটি বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে চলছে।
দেবী দুর্গা তিনি একদিকে যেমন দুর্গতি নাশিনী, জগৎজননী, আধ্যাশক্তি, অন্যদিকে তেমনি তিনি কন্যা,
স্নেহের দুলালী গৌরী। এই দ্বিভাবের রূপের মধ্যেই বাঙালি দেবী দুর্গা সংস্কৃতিকে আবহমান কাল ধরে ঐতিহ্যের ধারায় বহন করে চলছে।
আসুন এবার জেনে নেই ২০২২ এর দুর্গা পূজার (Durga Puja) নির্ঘন্ট।
⇒ মহালয়া
- তারিখ – ২৫ সেপ্টেম্বর রবিবার, বাংলা ৮ ই আশ্বিন।
- সময় – ২ টা ৫৫ মিনিট ৫৬ সেকেন্ড থেকে
পরের দিন রাত্রি ৩ টা ২৪ মিনিট ৩৪ সেকেন্ড পর্যন্তর্য অমাবস্যা থাকবে। এই সময়কালেই মহালয়ার তর্পণর্প
অনুষ্ঠিত হবে।
⇒ মহাপঞ্চমী
শুক্রবার ৩০ সেপ্টেম্বর ২০২২, বাংলা ১৩ ই আশ্বিন।
⇒ মহাষষ্ঠী
- তারিখ – শনিবার ১ অক্টোবর ২০২২, বাংলা ১৪ ই আশ্বিন।
- সময় – ৮ টা ৩৫ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত।
⇒ মহাসপ্তমী
- তারিখ – রবিবার ২ অক্টোবর, বাংলা ১৫ ই আশ্বিন।
- সময় – রাত্রি ৬ টা ২১ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত।
⇒ মহাঅষ্টমী
- তারিখ – সোমবার ৩ অক্টোবর ২০২২ , বাংলা ১৬ ই আশ্বিন।
- সময় – দিন ৩ টা ৫৯ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্তর্য ।
সন্ধিপূজাঃ দিন ৩ টা ৩৫ মিনিট ১৮ সেকেন্ড থেকে দিন ৪ টা ২৩ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্তর্য ।
⇒ মহানবমী
- তারিখ – ৪ অক্টোবর ২০২২, বাংলা ১৭ ই আশ্বিন।
- সময় – দিন ৩ টা ৫৯ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্তর্য ।
⇒ মহাদশমী
- তারিখ – বুধবার ৫ অক্টোবর, বাংলা ১৮ ই আশ্বিন।
- সময় – দিন ১১ টা ১০ মিনিট ৭ সেকেন্ড পর্যন্তর্য ।