ভারতীয় রেল সম্পর্কে ৫০ টি বিস্ময়কর তথ্য- Facts About Indian Railway
4 years ago bongcuriosity@gmail.comভারতীয় রেল সম্পর্কে ৫০ টি বিস্ময়কর তথ্য- Incredible 50 Indian Railways Facts
ভারতীয় রেল (Indian Railways) দশকের পর দশক ধরে সবাইকে সেবা করে আসছে। আপনার যে কোন গন্তব্যে পৌঁছাতে, সেটি দূরের হোক বা কাছে ভারতীয় রেলওয়ে একমাত্র আদর্শ উপায় । ১৩০ কোটি মানুষের লাইফলাইন বললে খুব একটা ভুল বলা হবে না। এই ভারতীয় রেল সম্পর্কে এমন কিছু তথ্য রয়েছে যা অনেকেরই অজানা। এগুলি আপনি জানলে সত্যিই ভারতীয় রেল সম্পর্কে আপনি গর্ববোধ করবেন।
Indian Railways Facts(1-10)
১। ভারতীয় রেলওয়ে হল এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক এবং ভারতীয় রেলের মোট দৈর্ঘ্য প্রায় ৯৫৯৮১ কিমি।
২। আপনার হয়তো শুনে অবাক হয়ে যাবেন যে ভারতে ৭০০০ এর বেশি রেল স্টেশন হয়েছে এবং ভারতীয় রেলওয়ে প্রতিদিন প্রায় ১৪৩০০ টি ট্রেন ট্র্যাকে দৌড়য় ।
৩। সারা ভারতে মোট রেললাইন পাতা রয়েছে ৬০ হাজার কিলোমিটার পথ জুড়ে।
৪। ভারতীয় রেলওয়েতে কাজ করেন ১.৩ মিলিয়নেরও বেশি মানুষ। ভারতীয় রেলওয়ে হল World’s 9th largest employer।
৫। ভারতের প্রথম রেলপথ তৈরির প্রস্তাব গ্রহণ করা হয় ১৮৩২ সালে।
৬। ভারতের সর্ব প্রথম ট্রেনের নাম রেড হিল রেলওয়ে যা ১৮৩৭ সালে চালু করা হয়েছিল গ্রানাইট ট্রান্সপোর্ট এর জন্য। এই ট্রেনটির যাত্রাপথ ছিল রেড হিল থেকে চিন্তা দ্রিপেট সেতু পর্যন্ত। এই ট্রেনটি নির্মাণ করেছিলেন একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার স্যার Arthur Cotton।
৭। ভারতের সর্বপ্রথম প্যাসেঞ্জার ট্রেন চালু হয়েছিল ১৬ ই এপ্রিল ১৮৫৩ সালে লর্ড ডালহৌসি এর সময়। এই ট্রেনটির রুট ছিল মুম্বাই থেকে থানে পর্যন্ত। ভারতের এই সর্বপ্রথম প্যাসেঞ্জার ট্রেনে তিনটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল, সেগুলির নাম ছিল সাহেব, সিন্ধু এবং সুলতান ।
৮। ভারতীয় রেলের প্রথম ব্রিজ Dapoorie Viaduct।
৯। Great Indian Peninsular কোম্পানি দ্বারা নির্মিত ভারতের সর্বপ্রথম রেল স্টেশন মুম্বাই-এর বোরি বন্দর রেল স্টেশন। ১৮৮৮ সালে এই স্টেশনের নাম হয় Queen Victoria এবং পরবর্তীকালে স্টেশনটির ভিক্টোরিয়া টার্মিনাস নামকরণ করে পুনর্নির্মাণ করা হয়।
ভারতের গভীরতম Under water মেট্রো
১০। ভারতের সবচেয়ে পুরনো এবং কার্যরত বাষ্প চালিত রেল ইঞ্জিন এর নাম হল ফেয়ারি কুইন। এটি তৈরি হয়েছিল ১৮৫৫ সালে। এটি পুরো বিশ্বের সবচেয়ে পুরনো বাষ্প চালিত রেল ইঞ্জিন যার জন্য এর নাম Guinness book এ স্থান পেয়েছে। ১৯৭২ সালে ভারতীয় সরকার এই বাষ্প চালিত রেল ইঞ্জিনটিকে ন্যাশনাল ট্রেজার হিসেবে ঘোষণা করে।
Indian Railways Facts(10-20)
১১। ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয়েছিল ১৯২৫ সালের ৩ ফেব্রুয়ারি, যার নাম Ex-GIP Railway। এই ট্রেনটির রুট ছিল মুম্বই-এর ভিক্টোরিয়া টার্মিনাস থেকে কুরলা হারবার পর্যন্ত। তবে পরে এই ইলেকট্রিক ট্রেন লাইনটি নাসিকের ইগৎপুরি জেলা এবং পরে পুনেতে প্রসারিত করা হয়।
১২। বর্তমানে ভারতের সবচেয়ে দীর্ঘতম রেল স্টেশন হলো উত্তর প্রদেশের গোরখপুর রেলস্টেশন যা 1366 মিটার দীর্ঘ।
১৩। ভারতের বৃহত্তম রেল স্টেশন হলো পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া রেল স্টেশন। যেখানে ২৩ টি প্ল্যাটফর্ম রয়েছে আর শুধু বৃহত্তম রেল স্টেশনই নয় এটি ভারতের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন। এই স্টেশন দিয়ে প্রতিদিন প্রায় ১ মিলিয়নেরও বেশি যাত্রী যাতায়াত করে।
১৪। ভারতের সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ হলো চেনাব রিভার রেলরোড ব্রিজ যার উচ্চতা প্রায় ১১৭৮ ফুট বা ৩৫৯ মিটার। যা অবস্থিত কাশ্মীরের রিএজি জেলায়।
১৫। ভারতের সবচেয়ে দীর্ঘতম রেল ব্রিজ হলো বোগিবিল রেলরোড ব্রিজ যার দৈর্ঘ্য প্রায় ৪৯৪০ মিটার। এই ব্রিজটি ভারতের আসাম রাজ্যের ধামাজি জেলা এবং ডিব্রুগড় জেলার মধ্যবর্তী ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত একটি রেলরোড ব্রিজ।
১৬। ভারতীয় রেলওয়েতে প্রথম Computerised Reservation-এর ব্যবস্থা শুরু হয় নিউ দিল্লিতে 1986 সালে। তবে কম্পিউটারাইজড রিজার্ভেশন এর আগে manual registry entry method-এর মাধ্যমে রিজার্ভেশন করা হতো। যার ফলে মানুষের ট্রেনের রিজার্ভেশন-এর টিকিট কাটতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যেতো।
১৭। ভারতের সবথেকে বড়নাম এর স্টেশন হলো অন্ধপ্রদেশের’ বেঙ্কটনরসীমারাজুবারিপেতা‘ (Venkatanarasimharajuvaripeta)। একটু ভাল করে লক্ষ্য করলে দেখতে পাবেন নামটির মধ্যে ২৯টি letter রয়েছে।
১৮।ভারতের সবথেকে ছোট নামেস্টেশন হল উড়িষ্যার ‘আইবি’(IB).
১৯।ভারতের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন হল বন্দে ভারত এক্সপ্রেস অথবা ট্রেন ১৮। এই ট্রেনটির গতিবেগ প্রায় ১৮০ কিলোমিটার/ঘণ্টা কিন্তু trial-এর পর সুরক্ষার উদ্দেশ্যে এই ট্রেনটির গতিবেগ ১৩০ কিলোমিটার/ঘণ্টা-র মধ্যেই সীমাবদ্ধ করা হয়। আমাদের দেশের এই দ্রুততম ইঞ্জিনহীন স্বচালিত ট্রেনটি চালু হয় ২০১৯ সালের ১৭ই ফেব্রুয়ারি এবং এই ট্রেনটির রুট হল নিউ দিল্লি থেকে বারানসি পর্যন্ত।
২০। ভারতের সবচেয়ে ধীরগতি সম্পন্ন ট্রেন হল নীলগিরি এক্সপ্রেস। যার গতিবেগ প্রায় ১০ কিলোমিটার/ঘণ্টা অর্থাৎ ট্রেনটি ১৫ ঘণ্টায় মাত্র ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে।
Indian Railways Facts(20-30)
২১। ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রেলস্টেশনটি হলো রাজস্থানের জয়পুর রেলস্টেশন।
২২। নবপুর হল ভারতের একমাত্র রেলস্টেশন যার অর্ধেকটি মহারাষ্ট্রে বাকি অর্ধেকটি গুজরাটে মধ্যে পড়ে।
২৩। মহারাষ্ট্রের আহমেদনগরে একই জায়গায় দুটি স্টেশন অবস্থিত শ্রীরামপুর ও বেলাপুর।
২৪। রাজধানী এক্সপ্রেস ত্রিবান্দ্রাম থেকে নিজামুদ্দিন ৫২৮ কিলোমিটার পথ অতিক্রম করে কোন স্টেশনে না দাঁড়িয়ে।এটি ভারতের সবচেয়ে লম্বা নন স্টপ ট্রেন।
২৫। ভারতের সবথেকে লম্বা রুটের ট্রেন হল বিবেক এক্সপ্রেস। ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত চলমান এই ট্রেনটি ৮২ ঘন্টায় ৪২৮৬ কিলোমিটার পথ অতিক্রম করে এবং শুধুমাত্র ভারতেই নয়, গোটা উপমহাদেশের দীর্ঘতম রুট।
২৬। আমাদের দেশে আজ হয়তো ট্রেনে টয়লেটের ব্যবস্থা রয়েছে কিন্তু প্রথম থেকেই এই ব্যবস্থা ছিল না। ১৯০৯ সালের পর ট্রেনের মধ্যে টয়লেট এর ব্যবস্থা করা হয়। অখিল চন্দ্র সেন নামের একজন ব্যক্তি ভারতীয় রেলওয়ে কে টয়লেটের ব্যবস্থা করার জন্য চিঠি পাঠান।
২৭। ১৮৮৬ সালে প্রথম দিল্লিতে কম্পিউটারাইজড টিকিট সংরক্ষণ বা রিজার্ভেশন নিয়ম চালু হয়।
২৮। ভারতের দীর্ঘতম রেলওয়ে ট্যানেল হল পিরপাঞ্জাল রেলওয়ে টানেল।
Indian Railways Facts(30-50)
৩০। ১৯৭২ সালে বাষ্প চালিত রেল ইঞ্জিন উৎপাদন বন্ধ করে দেয়া হয়।
৩১। হাওড়া অমৃতসর এক্সপ্রেস ট্রেনটি সবথেকে বেশি স্টেশনে দাঁড়ায় ১১৫ টি।
৩২। ভারতের উচ্চতম রেল স্টেশন হলো ঘুম এটি পশ্চিমবঙ্গে অবস্থিত। ৭৪০৭ ফুট উচ্চতা।
৩৩। ভারতের প্রথম রেল কোম্পানি হলো গ্রিট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি। এটি ১৮৪৯ সালে প্রতিষ্ঠিত।
৩৪। ভারতে প্রথম মনোরেল চালু হয় ২০১৪ সালে ২রা ফেব্রুয়ারি মুম্বাইয়ে।
৩৫। ভারতের প্রথম ডবল ড্রেকার ট্রেন হলো ফ্লাই কুইন এটি ২০০৫ সালে চালু হয়।
৩৬। ভারতের প্রথম ডবল ড্রেকার AC ট্রেন চালু হয় ২০১০ সালে।
৩৭। ভারতে রেলওয়ে বোর্ড গঠিত ১৯০৫ সালে।
৩৮। সাফিলগুন্ডা এবং দয়ানন্দ নগর এই দুটি স্টেশনের মধ্যে দূরত্ব মাত্র ১৭০ মিটার।
৩৯। ভারতে প্রথম লাক্সারি ট্রেন চালু হয় ১৯৬২ সালে – Palace on Wheels।
৪০। ভারতের সবচেয়ে expensive লাক্সারি ট্রেনের নাম হল The Maharaja’s Express। আর শুধু ভারতেই নয় গোটা এশিয়ার most expensive luxary ট্রেন হল এই Maharaja’s Express। এটির ন্যূনতম ভাড়া ৫৬ হাজার টাকা।
Also Read: How To Make Aloe Vera Gel At Home And Store It?
Indian Railways Facts (40-50)
৪১। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ট্রেন চালক হলো প্রীতি কুমারি।
৪২। ভীম হল ভারতীয় রেলের সবথেকে শক্তিশালী ইঞ্জিন।
৪৩। ভারতে প্রথম ওয়াইফাই সম্পন্ন রেলস্টেশন হল নিউ দিল্লি।
৪৪। মেঘালয় হলে এমন একটি রাজ্য যেখানে এখনো পর্যন্ত কোনো রেলপথ নেই।
৪৫। সর্বাধিক রাজ্য অতিক্রমকারী ট্রেন হল হিমসাগর এক্সপ্রেস।
৪৬। পশ্চিমবঙ্গের প্রথম রেল চালু হয় ১৫ আগস্ট ১৮৮৪ সালে। হাওড়া থেকে হুগলি পর্যন্ত।
৪৭। প্রথম রেল মিউজিয়াম স্থাপিত হয় দিল্লিতে।
৪৮। উত্তর রেলওয়ে হল ভারতীয় রেলওয়ে বৃহত্তম জোন প্রায় ৭০০০ কিমি।
৪৯। ভারতীয় রেলের ক্ষুদ্রতম জোন হল উত্তর–পূর্ব সীমান্ত জোন।
৫০। সর্বাধিক দূরত্ব অতিক্রমকারী দৈনিক ট্রেন হল কেরালা এক্সপ্রেস প্রায় ৩০৫৫ কিমি।
Also Read: Paper crafting tools and techniques
ভালো লাগলে পোস্টটি সকলের সাথে অবশ্যই শেয়ার করুন ।
আপনার যেকোন মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান |
নিচের ভিডিওটি দেখুন