আর দিঘা পুরী নয়, ঘুরে আসুন ৪০০ বছরের পুরনো পঁচেট গড় হেরিটেজ রাজবাড়ি | Panchetgarh Heritage Raj Bari
4 months ago bongcuriosity@gmail.comWeekend এ আপনারা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? ঘুরতে গিয়ে একটু অন্যরকম অভিজ্ঞতা চাইছেন ?
দিঘা, মন্দারমনি, মৌসুনি, পুরী এইসব বাদ দিয়ে এইবারের Weekend-এ ঘুরে আসুন এক ৪০০ বছরের পুরনো রাজবাড়ি, নাম পঁচেটগড় রাজবাড়ি। হ্যাঁ ঠিকই শুনেছেন এক রাজবাড়ি, যেখানে রয়েছে থাকা, খাওয়ার সুব্যবস্থা আর তার সাথে সাথে জানতে পারবেন ওই রাজবাড়ির সাথে জুড়ে থাকা ইতিহাস।
পঁচেট গড় হেরিটেজ রাজবাড়ির ইতিহাস | Panchetgarh Heritage Raj Bari
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকে অবস্থিত দাস মহাপাত্র পরিবারের এই পঁচেট গড় রাজবাড়ি। এই রাজবাড়ির পূর্বপুরুষ কালা মুরারিমোহন দাস মহাপাত্র ছিলেন বিখ্যাত সেতার বাদক। তাঁর সেতার বাজানোর খ্যাতি পৌঁছে যায় দিল্লীর মুঘল দরবারে। মোগল সম্রাট ঔরঙ্গজেব তাম্রলিপ্ত বন্দরে প্রশাসকের কাজ দেন। তার কাজে খুশি হয়ে মোঘল সম্রাট ঔরঙ্গজেব পটাশপুর পরগনার জায়গীর দান করেন।
এই রাজবাড়ি ২০১৮ সালে হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ যদুনাথ ভট্টাচার্য এই রাজবাড়ির বেশ কিছু সদস্যদের গান শিখিয়েছিলেন।
কি ভাবে যানেন Panchetgarh Heritage Raj Bari ?
তো বন্ধুরা রাজবাড়ির ইতিহাস কে একটু দূরে সরিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে ধর্মতলা থেকে বাস ধরে প্রায় ৬ ঘণ্টার break journey করে পৌঁছে গিয়েছিলাম পঁচেটগড় রাজবাড়ি।
পৌঁছানোর পর ঢুকে পড়লাম রাজবাড়ি ছত্তরের homestay তে, homestay টি ছিল খুব সুন্দরভাবে সাজানো।
ওখানে আমদের যে ঘরে থাকার আয়োজন করা হয়েছিল সেই ঘরটির নাম ছিল কাশিনাথ মিশ্র। কড়ি বর্গার ছাদের ওই থাকার ঘরটি ছিল সুবন্দোবস্ত। এখানে থাকার জন্য যে ঘর গুলি রয়েছে সেই ঘরগুলির নাম রাখা হয়েছে ওখানে একসময় অতিথি হয়ে থাকা সঙ্গীতশিল্পীদের নাম দিয়ে। থাকার ঘরে ঢোকার পর আমাদের জন্য চলে এল welcome drinks।
তারপর আমরা fresh হয়ে বসে পড়লাম lunch করতে। সেই আয়োজন ছিল সত্যিই এলাহি, ছিল বিভিন্ন বিভিন্ন রকমের পদ। এবং প্রত্যেকটি খাবার ছিল খুব সুস্বাদু।
তো দুপুরের খাবার শেষ করে একটু rest নিয়ে বিকেল বেলায় বেরিয়ে পড়লাম রাজবাড়ি ভ্রমনের উদ্দেশ্যে। বিশাল area জুড়ে রয়েছে এই রাজবাড়ি। বাংলার পঞ্চরত্ন স্থাপত্যকলা থেকে ওড়িশার রথ দেউল স্থাপত্য কলা এবং দক্ষিণ ভারতীয় স্থাপত্যকলার নিদর্শন পাওয়া যায় এই রাজবাড়িতে। এ ছাড়াও বিভিন্ন স্থাপত্য পাশ্চাত্য রীতির নিদর্শন ও এখানে পাওয়া যায়। তো প্রথমেই চলে গেলাম আমরা এক বড় জলসাঘরে যেখানে এক সময় ভারত বিখ্যাত সঙ্গীতজ্ঞ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করতেন। এই ঘর টিতে রয়েছে ওখানকার পূর্বপুরুষ দের ছবি। এখনও এই ঘরটি তে ছোট ছোট বাচ্চাদের গান শেখানো হয়।
এরপর চলে গেলাম এই রাজবাড়ির কুলদেবতা কিশোর রাই জিউর মন্দির, যেরকম সুন্দর মন্দির সেরকম সুন্দর মূর্তি। এই রাজপরিবার যখন বৈষ্ণব ধর্মের অনুরাগী হয় তখন এই মন্দির তৈরি করেন। এরপর আমরা দর্শন করলাম পঞ্চ শিবের মন্দির। কথিত আছে যেখানে মূর্তিটি পাওয়া যায় সেইখানেই মন্দির টি স্থাপন করা হয়। আর এই পঞ্চ শিবমন্দির এর নাম লোকমুখে পরিবর্তিত হতে হতে এই জায়গার নাম হয় পঁচেট গড়। এই পঞ্চ শিবমন্দির এর পাশে আর একটি বিষ্ণু মন্দির ও রয়েছে।
আর এই শিব মন্দিরের উল্টোদিকে রয়েছে একটি পুকুর যার নাম মহাদেব কুণ্ড। এরপর আমারা homestay র ওপরের তলায় উঠে প্রথমে গেলাম রাজবাড়ির এক ভাঙ্গা অংশের দিকে, এবং সেখান থেকে ছাদে কিছুক্ষণ সময় কাটালাম। ছাদ থেকে পুরো রাজবাড়িটি দেখতে বেশ লাগছিল।
তারপর সন্ধ্যেতে চা বিস্কুট খেয়ে চলে গেলাম সন্ধ্যে আরতি দেখতে সেই কিশোর রাই জিউর মন্দির এ। প্রতিদিন সন্ধ্যে ৬ টা য় এই আরতি শুরু হয় এবং এই আরতি এই মন্দিরে হয়ে পঞ্চ শিবের মন্দিরেও হয়। সন্ধ্যে আরতি দেখার পর থাকার ঘরে আসতেই চলে এল গরম গরম বেগুনি আর Chicken Pakora।
রাতে আপনি আপনার পছন্দ মত ভাত আথবা রুটি খেতে পারেন । আমরা রাতের খাওয়া দাওয়া সেরে এই ইতিহাসিক রাজবাড়িতে একটি রাত কাটানোর এই অভিজ্ঞতা কক্ষনো ভুলবো না।
পরের দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে বাঙ্গালির প্রিয় জলখাবার লুচি তরকারি এবং মিস্তি খেয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।
এবার আসি ওখানে থাকা খাওয়ার খরচাতে। পঁচেট গড় রাজবাড়িতে দু ধরনের হোমস্টের বন্দোবস্তব রয়েছে। এক মডার্ন হাউস, দুই 4 Bed Suite Room ।
মর্ডান হাউসের ভাড়া খাওয়া দাওয়া নিয়ে ১৯০০ টাকা প্রাতিদিন একজনের জন্য ।
4 Bed Suite হেরিটেজ রুমের জন্য ভাড়া খাওয়া দাওয়া নিয়ে ২২০০ টাকা / একজন ।
সব রুমে AC আছে । ভাড়া উভয় ক্ষেত্রে এক দিনের জন্য।
কীভাবে যাবেন
কলকাতা থেকে পঁচেটগড় রাজবাড়ির দূরত্ব মাত্র ১৯০ কিলোমিটার। সহজেই সড়কপথে পৌঁছনো যায় পঁচেট গড় রাজবাড়িতে। কলকাতা থেকে কোলাঘাট ও কাঁথি হয়ে পঁচেটগড় রাজবাড়িতে আসা যায়। বাস কিংবা ছোটগাড়ি করে পঁচেটগড় আসা যায়।
ফোনে অগ্রিম বুকিং করে ঘুরে আসুন প্রাচীন জনপদ এই পঁচেট গড়ে। বুকিং এর ক্ষেত্রে ২৫ শতাংশ টাকায় অগ্রিম দিতে হয়।
Naturestay Panchetgarh Heritage Rajbari
যোগাযোগ: 9331857090 / 9903517090/ 9331857090
Google Link – https://maps.app.goo.gl/MZVVAd2uigTjJyPW9
A. AC Dbl Bed Room (Ground Floor): 1900
B. AC Four Bed Suite Room (1st Floor): 2200
C. Child 5-10 Yrs – 50%, 0-5 Yrs – Free
Tariff is based on per head per day basis Including all meals.