কলকাতার বিখ্যাত কিছু থিম রেস্তোরাঁ – Famous Theme Restaurants in Kolkata
4 years ago bongcuriosity@gmail.comআমাদের সবারি ইচ্ছে করে নিজের ফ্যামিলি বা বন্ধুদের সাথে কোন ভাল সুন্দর রেস্টুরেন্টে গিয়ে দারুন দারুন খাবার খেয়ে সময় কাটাতে। আজকে আমরা কলকাতার বেস কিছু থিম বেসড রেস্টুরেন্ট এর কথা বলব যেসব রেস্টুরেন্টে খাবারের সাথে সাথে আপনি উপভোগ করতে পারবেন সুন্দর মন মাতানো পরিবেশ।
১. দ্য বাইকার্স ক্যাফে (The Bikers Cafe)
এই রেস্টুরেন্টের নাম শুনেই বুঝতে পারছেন যে এটি একটি মোটর বাইক থিম রেস্টুরেন্ট।যারা বাইক ভালবাসে তাদের জন্য এই রেষ্টুরেন্টটি খুবই উপযুক্ত। রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের বাইকের মডেল রয়েছে যার মধ্যে হার্লে ডেভিডসন বাইকটির মডেল সবচেয়ে বেশি আকর্ষণীয়। এই বাইকের মডেল গুলো সঙ্গে সেলফি বা ছবি তোলার সাথে সাথে আপনারা এখানে দারুন দারুন ইউরোপিয়ান ও আমেরিকান খাবার টেস্ট করতে পারেন। এছাড়াও আপনি এখানকার স্পেশাল কোলড্রিংস ও কোকোনাট মজিত খেয়ে দেখতে পারেন। তাছাড়া এখানে বাচ্চাদের জন্য ভিডিও গেমস খেলার ব্যবস্থা রয়েছে এবং এখানকা ফুটবল টেবিল ও বিশেষ আকর্ষণের একটি বিষয়। আমার মতে এরকম অদ্ভুত সুন্দর পরিবেশ এর রেস্টুরেন্টে নিজের ফ্যামিলির ও বন্ধুদের সাথে সুস্বাদু খাবার খেয়ে সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা। এখানে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা আছে।
• বিখ্যাত কিছু খাবার
Choco samosa, Brown bread with butter.
• কিভাবে যাবেন ?
রবীন্দ্রসদন মেট্রো থেকে নেমে ভবানীপুরের দিকে হাটা ৫ মিনিটের পথ।
• খরচ কত ?
দুজনের ঠিকমতো খাবারের জন্য ৮০০–১০০০ টাকা।
• কখন খোলা থাকে ?
দুপুর ৭.৩০ টা থেকে রাত ১১ টা।
২. ঔধ ১৫৯০ (Oudh 1590)
আপনি যদি নবাব, বাবর্চি এবং খানসামার যুগে ফিরে যেতে চান তাহলে আপনার জন্য উপযুক্ত জায়গা। রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ টি দেখলে আপনার মনে হবে কোন ঐতিহাসিক নাটকের সেটে ঢুকে পড়েছেন। এই রেস্তোরাঁটি বিভিন্ন সুস্বাদু বিরিয়ানির জন্য খুবই বিখ্যাত।
• বিখ্যাত কিছু খাবার
রান বিরিয়ানি, পর্দা বিরিয়ানি, আওয়াদি হান্ডি বিরিয়ানি, গলাওয়াতী মাটন কাবাব, শাহী টংরি কাবাব।
• কিভাবে যাবেন ?
কালীঘাট মেট্রো থেকে কিছু মিনিটের হাঁটা পথে রয়েছে
• খরচ কত?
দুজনের ঠিকমতো খাবারের জন্য ৮০০–১০০০ টাকা।
• কখন খোলা থাকে ?
সকাল ১২ টা থেকে ৩ ;৩০ পর্যন্ত আবার বিকেল ৩;৩০ থেকে ১০;৩০ পর্যন্ত।
৩. কয়েদি কিচেন (Kaidi Kitchen)
কয়েদি কিচেনে রেস্টুরেন্তটি পুরোপুরি অন্যধরনের। রেস্টুরেন্ট টিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনাদের মনে হয় যে আপনারা কোন বিশাল বড় কারাগার বা জেলের এর মধ্যে ঢুকে পড়েছেন।
এই রেষ্টুরেন্টটি পুরোপুরি কিন্তু নিরামিষ রেস্টুরেন্ট।এই রেস্টুরেন্ট যারা খাবার পারিবেশন করে তারা কয়েদিদের পোশাক পরে থাকে যাতে আপনার মনে হয় আপনি জেলখানার মধ্যে আছেন।আপনি যদি নর্থ ইন্ডিয়ান খবার খেতে ভালোবাসেন তাহলে এই রেস্টুরেন্টটি আপনার জান্য উপযুক্ত। এছাড়াও আপনি এখানে সবরকমের নিরামিষ খাবার, ইটালিয়ান খাবার এবং চাইনিজ খাবার ও পাবেন।
• বিখ্যাত কিছু খাবার
তন্দুরি ধূমপায়ী বারবিকিউ, Sabji jaipuri, Black dal, Mexican yellow rice, Gulkand stuffed gulab jamun, “Fire on ice” drink.
• কিভাবে যাবেন ?
রবীন্দ্রসদন মেট্রো থেকে নেমে মিন্টু পার্কের দিকে ৫ মিনিটের হাঁটা পথ।
• খরচ কত?
জনের ঠিকমতো খাবারের জন্য ১০০০– ১৩০০ টাকা।
• কখন খোলা থাকে ?
দুপুর ১২ টা থেকে রাত ১২ টা।
৪. রয়্যাল বেঙ্গল টাইগার ক্যাফে (ROYAL BENGAL TIGHER CAFE)
রয়েল বেঙ্গল টাইগার কেফে এই রকমের অদভূত নাম এর কারণ হল এদের প্রধান লক্ষ্য হলো রয়েল বেঙ্গল টাইগারের সংরক্ষণ সম্পর্কে সবার মধ্যে সচেতনতা বাড়ানো। এই ক্যাফের ভিতরের পরিবেশটি খুবই সুন্দর এবং যা আপনার কাছে একেবারে নতুন। ক্যাফের চারিদিকে বিভিন্ন বাঘের ছবি দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে এছাড়াও এখানে আপনি নিরামিষ ও আমিষ দুই ধরণের খাবার পাবেন।
• বিখ্যাত কিছু খাবার
Sandwich, shake, মোগলাই পরোটা, ইলিশ মাছ ভাপা।
• কিভাবে যাবেন ?
মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে নেমে গলফ ক্লাব রোডের দিকে হাঁটাপথে 5 মিনিট
• খরচ কত ?
দুজনের ঠিকমতো খাবারের জন্য ৬০০– ১০০০ টাকা।
• কখন খোলা থাকে ?
সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।
৫. ফ্লাই কযিনা (Fly Kouzina)
বিমান সমৃদ্ধ থিমযুক্ত রেস্তোঁরা। আপনার যদি বিমানে বসে লাঞ্চ বা ডিনার করার ইচ্ছে থাকে আপনার এই ইচ্ছেটিই পূরণ করবে এই রেস্টুরেন্টটি।এই রেষ্টুরেন্টের পরিবেশ টি দেখলে আপনার মনে হবে আপনি কোন বিমানের ভেতরে বসে আছেন এবং আকাশের উপর ভেসে বেড়াচ্ছেন।এই রেস্টুরেন্টের জানালার দিকে তাকালে আপনার মনে হবে আপনি সত্যি সত্যি কোন বিমানের মধ্যে বসে আছেন। এখানে আপনাকে যারা খাবার পরিবেশন করবে তারা সবাই বিমানসেবিকার পোশাক পরে থাকবে যাতে আপনার মনে হয় আপনি একটি বিমানের মধ্যে বসে আছেন। রেস্টুরেন্টে বসে এ ধরণের অভিজ্ঞতা সত্যিই অবিশ্বাস্য। আপনিও যদি এই অভিজ্ঞতা উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনাকে এই রেস্টুরেন্টে আসতেই হবে। এই রেস্তোঁরাটি কেবলমাত্র নিরামিষভিত্তিক । এখানের মেনুতে নর্থ ইন্ডিয়ান , চাইনিজ খাবার এবং কিছু ইউরোপীয় খাবার ও বিভিন্ন ধরণের পছন্দসই খাবার পাওয়া যায়।
• বিখ্যাত কিছু খাবার
Munnaka Bharwan Palak Kofta, Broccoli Corn Dumplings, Pizza Margherita, Shirley Temple, Banoffee Pie, Cheese Fondue, Tandoori jashn platter।
• কিভাবে যাবেন ?
বিধান নগর স্টেশন থেকে আপনি অটো ধরে এখানে যেতে পারবেন
• খরচ কত ?
দুজনের ঠিকমতো খাবারের জন্য ৬০০– ১০০০ টাকা।
• কখন খোলা থাকে ?
সকাল ১২ টা থেকে রাত ১০.৪৫ পর্যন্ত।
৬. মাচান (Machaan)
2008 সালে মণি স্কয়ার মলে এটি খোলার পরে মাচান শহরের প্রথম থিমযুক্ত রেস্তোঁরা হিসাবে গৌরব অর্জন করেছিল। এটি একটি জঙ্গল থিমযুক্ত রেস্তোরাঁ। এখানে গেলেই আপনার মনে হবে আপনি কোন এক জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন। জঙ্গলের মধ্যে বসে পছন্দমত খাবারের স্বাদ গ্রহণ করতে কে না চায়। রেস্তোরাঁর ভেতরে ডিম লাইট এবং উপজাতিদের সংগীত আপনাকে অন্য জগতে নিয়ে যাবে।
• বিখ্যাত কিছু খাবার
Tandoori Khumb, Kakori Kabab, Lasooni Jhinga, Dahi methi murgh, Tamatar ki machili।
• কিভাবে যাবেন ?
Mani Square কলকাতা, Avani Riverside Mall হাওড়া।
• খরচ কত ?
দুজনের ঠিকমতো খাবারের জন্য ১০০০– ১৩০০ টাকা।
• কখন খোলা থাকে ?
সকাল ১২ টা থেকে রাত দুপুর ০৩.৩০ পর্যন্ত আর সন্ধ্যে ৭ টা থেকে রাত ১১টা পর্যন্ত।
ভালো লাগলে পোস্টটি সকলের সাথে অবশ্যই শেয়ার করুন । আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান আমরা অপেক্ষায় আছি ।
নিচের ভিডিওটি দেখুন