October 12, 2024

কলকাতার কাছেই কিছু ঘোরার জায়গা যেখানে আপনি গাড়ি করে পৌঁছে যেতে পারবেন-Best Weekend Destinations near kolkata by car

Travel by Car

হেনরি আইল্যান্ড (Henry Island) :

   হেনরি আইল্যান্ড কলকাতা থেকে মোটামুটি ১৩০ কিলোমিটারের মধ্যে অবস্থিত । হেনরি আইল্যান্ড সম্প্রতিকালে পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। দক্ষিণ ২৪ পরগণার বকখালির কাছে অবস্থিত হেনরি আইল্যান্ড আসলে একটি দ্বীপ
সমুদ্র ,জঙ্গ্‌ল, বিচ সবকিছু মিলে বেশ সুন্দর । মাঝিদের মাছ ধরা দেখা ও সমুদ্রের ধারে লাল কাঁকড়া বা নিত্যনতুন পাখির আনাগোনা অথবা সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত দেখা বা শুধু বিচ বরাবর হেঁটে যাওয়া সব ধরনের অভিজ্ঞতা মন ভাল করার মত। আর যদি অন্য রকম কিছু চান তার জন্য রয়েছে বোট রাইডিং  এবং বন ফায়ারের ব্যবস্থা। 

হেনরি আইল্য়ান্ড কী ভাবে যাবেন

১। নিজস্ব গাড়ি করে আপনি চার ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবেন হেনরি আইল্য়ান্ড

২।শিয়ালদাহ থেকে লক্ষীনারায়নপুর লোকাল অথবা নামখানা লোকাল ধরে তিন ঘণ্টার মধ্যেই আপনি পৌছে যাবেন নামখানা তে। নামখানা থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান হেনরি আইল্যান্ডে।

থাকবেন কোথায়

৭০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকার মধ্য়ে পেয়ে যাবেন হোটেলও।

১। WBTDC Tourist Lodge

২। হোটেল অমরাবতী

যোগাযোগ- 97326 19340 

   

শান্তিনিকেতন (Santiniketan) :

   শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের নিকট অবস্থিত যা আমাদের অতি পরিচিত ও গ্রাম্য পরিবেশ প্রেমীদের কছে খুব পছন্দের একটি জায়গা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের মত করে গড়া এই জায়গা, এখনো আমাদের নিয়ে যায় পুরনো গ্রাম বাংলার অনেক কাছে । ভোরবেলা খোয়াইয়ের মাঝে ঘোরা বা সনাঝুরিতে সকালে পাখিদের কলরব সোনা আর দিন গড়ালেই লাল মাটির রাস্তা ধরে সেই ঐতিহাসিক ছাতিমতলা ও কোপাই নদী দেখতে যাওয়ার মাঝে প্রকৃতির অনেক কাছে চলে যাওয়া যায়। তার সাথে স্থানীয় দোকান ও হাটে নানান হাতে তৈরি সুন্দর জিনিস কিনে ভরিয়ে ফেলতে পারেন নিজের অভিজ্ঞতায় ঝুলি। আরো একটু বিশেষত্ব আনার জন্য বড় বড় হোটেলে না থেকে থাকতে পারেন ছোট ছোট কটেজে বা বাংলতে যেখানে আধুনিকতার সাথে পাবেন প্রকৃতির ছোঁয়া।

এখানে বহু দর্শনীয় স্থান রয়েছে যেমন শান্তিনিকেতন ভ্রমণ, উপাসনা মান্দির,ছাতিমতলা, উত্তরায়্‌ রবীন্দ্রভবন ভব, সংগীত ভবন, চিনা ভ্রমণ, কলাভবন, খোয়াই, কোপাই নদী এবং সোনাঝুরির হাট ইত্যাদি।

কী ভাবে যাবেন

সড়কপথে কলকাতা থেকে শান্তিনিকেতন এর দূরত্ব ১৬৩ কিলোমিটার রাস্তা খুবই ভালো গাড়ি করে আপনার প্রায় ৪ ঘন্টা সময় লাগবে।

থাকবেন কোথায়

১। ছুটি হলিডে রিসর্ট 

ফোন: 094340 12872

২। শাকুন্তলা গ্রাম রিসর্ট

৩।গার্ডেন বাংলো

যোগাযোগ- 092326 37439

 

জয়পুর ফরেস্ট :

    এবার যায় প্রকৃতির অন্য এক রূপ এর কাছে।  জল সমুদ্র অনেক মানুষের প্রিয় কিন্তু এমন একদল মানুষ আছেন যারা ভালবাসেন হাজারো গাছের মাঝে থাকতে, সবুজ দেখত্‌ বন্যপ্রাণী দেখতে আর এইরকম মানুষদের জন্যই এই জায়গাটি আদর্শ । কলকাতা থেকে মাত্র  ৩ ঘণ্টায় পৌঁছে যাবে বাঁকুড়া জেলা জয়পুর ফরেস্টে। দূরত্ব মাত্র ১২৭ কিলোমিটার। সবুজের শান্ত পরিবেশে মাঝে নানান পাখির ডাক তার সাথে  যত্রতত্র হরিণ  ঘুরে বেড়াতে দেখা এক অন্যরকম অভিজ্ঞতা । প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার অন্যতম  জায়গা ।

কীভাবে যাবেন

সড়কপথে কলকাতা থেকে জয়পুর ফরেস্ট এর দূরত্ব ১২৭ কিলোমিটার। গাড়ি করে আপনার প্রায় ৪ ঘন্টা সময় লাগবে।

থাকবেন কোথায়

১। জয়পুর ফরেস্ট রেস্ট হাউস, বাঁকুড়া

২। বনলতা রিসোর্ট

যোগাযোগ – ০৩৩২৪৪-২৫২-১৮৯  

     

দীঘা :

   দীঘা  নামটি সবার জানা হলেও এই জায়গার কথা না বললে বিষয়টি অসম্পূর্ণ থেকে যায়।  কলকাতাবাসীড়র চট করে ঘুরতে যাওয়ার কথা মনে পড়লেই প্রথম পছন্দ এতাই হয় কারন এত কাছাকাছি এত ভালো সমুদ্র আর কোথায় পাবেন।ব্যস্ত জীবনের মাঝে মন হালকা করার জন্য দু-তিনদিন এই জায়গায় কাটানো সব বাঙালির প্রথম পছন্দ।

সুন্দর সাজানো বিচে বসে মাছ ভাজা, ঘটি গরম খাওয়া আর সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা  সত্যি প্রাণ ভরিয়ে দেয় । এই বদ্ধ পরিবেশে থেকে বেরিয়ে কিছু দিন এখানে কাটাতে পারেন।

কী ভাবে যাবেন

সড়কপথে কলকাতা থেকে দিঘা এর দূরত্ব ১৬১ কিলোমিটার ।গাড়ি করে আপনার প্রায় ৫ ঘন্টা সময় লাগবে।

থাকবেন কোথায়

১। হোটেল সী হক দিঘা

২। হোটেল ব্লু ওয়েভস

৩। হোটেল সীগাল

 

• তালসারি  এবং তাজপুর (Talsari & Tajpur) :

      যদি একটু নিরিবিলিতে সমুদ্রের ধারে বসে সময় কাটাতে চান তবে জায়গা টা একদম উপযুক্ত। সমুদ্র এখানে বেশ শান্তই। দিঘার মত সমুদ্র চাইছেন অথচ এত লোকজন ভালো লাগেনা তাহলে যেতে পারেন তালসারি বা তাজপুর । সমুদ্র , গাছের সারি, লাল কাঁকড়া তার সাথে আপনার কাঙ্খিত নির্জনতা মুগ্ধ করবে। প্রাণ খুলে নিজের মতো করে কাটাতে পারবেন কয়েকটি দিন । উপভোগ করতে পারবেন সমুদ্র দিকে ।

কী ভাবে যাবেন

সড়কপথে কলকাতা থেকে দিঘা এর দূরত্ব ১৫০ কিলোমিটার ।গাড়ি করে আপনার প্রায় ৪ ঘন্টা সময় লাগবে।

থাকবেন কোথায়

১। হোটেল কোরাল দীঘা

যোগাযোগ- 090511 39666

২। S.T APPLE

৩। হোটেল ডলফিন

যোগাযোগ – 099324 16575, 090512 11000   ·      

     

• ঝাড়গ্রাম (Jhargram) :  

      ঝাড়গ্রাম জেলা হল পশ্চিমবঙ্গের মেদিনীপুর বিভাগের অন্তর্গত একটি জেলা।ঝারগ্রাম একটু দূর হলো মোটামুটি চার ঘণ্টা গাড়িতে পৌঁছে যেতে পারবেন ঝাড়গ্রামে । প্রায় ২১৩ কিলোমিটার জানি করার পর যখন ব্যস্ত শহর ছেড়ে প্রকৃতির উন্মত্ততায় পৌঁছাবেন আশাকরি আফসোস হবে না। যারা গাছপালা পশুপাখি মাঝে কয়েকটি দিন কাটাতে চান অবশ্যই ঘুরে আসুন বরাদ্বীপ পাহাড়, জঙ্গল,  কংসাবতী নদী  ও আশেপাশের আদিবাসী গ্রামগুলি।  গাছগাছালি ঠান্ডা বাতাস ও পাখির কলরবে প্রকৃতিকে খুঁজে পাবেন ।

থাকবেন কোথায়

১। ঈশানী গেস্ট হাউস

২। ঝাড়গ্রাম রাজবাড়ী

   

• মুকুটমণিপুর :

   মুকুটমণিপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি গ্রাম ও পর্যটনকেন্দ্র। ঝাড়খণ্ড সীমান্তের নিকট কংসাবতী কুমারী নদীর সংযোগস্থলে এই গ্রামটি অবস্থিত। বাঁকুড়া জেলার এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন উপাদানের সমাহার।  পাহাড়-জঙ্গল তার সাথে নদী সবকিছুর  মেলবন্ধন ঘটেছে এই জায়গাটিতে। কুমারী ও  কংসাবতী নদীর সংযোগস্থলে করে বোট রাইড করে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন । তার সাথে পাহাড়ের কোলে ঘন অরণ্যের সমাহার এই উপলব্ধিকে আরো সজাগ করে তোলে। ৮৬ বর্গ কিলোমিটারের জলাধার কুমারী আর কংসাবতীর জলে। টলটলে নীল জলে ছোট ছোট ঢেউ, তারই মাঝে ভেসে বেড়ায় নয়নলোভন বাহারি নৌকা। এগুলি ছাড়াও কংসাবতী নদীর উপর তৈরি কংসাবতি ড্যাম , পরেশনাথ পাহাড় অন্যরকমভাবে সুন্দর এছাড়া  কাছাকাছি আরো কিছু জায়গা রয়েছে যেগুলো ঘুরে দেখতে পারেন যেমন বনপুকুরিয়া ডিয়ার পার্ক অম্বিকা নগর পশ্চিমবঙ্গের নানান জায়গা থেকে বাস পেয়ে জাবেন মুকুটমণিপুর যাবার জান্য। কাছের স্টেশন বাঁকুড়া। থাকার জন্য রয়েছে টুরিস্ট লজ, বনবাংলো, কংসাবতী ভবন। এ ছাড়াও বিভিন্ন মানের বিভিন্ন দামের বেসরকারি হোটেল রয়েছে।

কী ভাবে যাবেন

কলকাতা থেকে ২৬৫ কিলোমিটার দূরে অবস্থিত মুকুটমণিপুর গাড়ি করে যেতে সময় লাগবে ৫ থেকে ৬ ঘন্টা। আর ট্রেনে করে যেতে চাইলে আপনি বাঁকুড়া ষ্টেশনে নেমে ওখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছাতে পারবেন।

থাকবেন কোথায়

১। পিয়ারলেস রিসর্ট মুকুটমণিপুর

২। আরণ্যক রিসর্ট মুকুটমণিপুর

 

         কলকাতার কিছু বিখ্যাত মন্দির

• মন্দারমনি (Mandarmani) :

    দীঘার পর এটি আরও একটি জায়গার  যার নাম না বললে বিষয়টি অসম্পূর্ণ থেকে যায়। বর্তমানে মন্দারমনির জন্য সবার কাছে সমানভাবে প্রিয়।  দিঘা থেকে কাছেই এবং অপেক্ষাকৃত নিরিবিলি এই সৈকতে একটু নির্জনে সমুদ্র উপভোগ করতে পারবেন। বিকেলের পড়ন্ত রোদ তার সাথে সমুদ্রের গর্জন সত্যিই আপনার মন ভরিয়ে দেবে।এখানে এমন কিছু রিসোর্ট রয়েছে যেখানে সমুদ্র এসে আপনার পা ছুঁয়ে যাবে।

কী ভাবে যাবেন

কলকাতা থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত মন্দারমনি পৌঁছাতে আমার সময় লাগবে ৪ থেকে ৫ ঘন্টা।

থাকবেন কোথায়

১। গোল্ডেন বিচ রিসোর্ট

২। সানা বিচ রিসোর্ট

৩। ভিক্টোরিয়া রিসর্ট মন্দিরমনি

ভালো লাগলে পোস্টটি সকলের সাথে অবশ্যই শেয়ার করুন  

আপনার যেকোন মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান |

   নিচের ভিডিওটি দেখুন

Facebook Comments Box
BengaliEnglishHindi