October 12, 2024

মাজুলী দ্বীপ (পৃথিবীর বৃহত্তম নদী-দ্বীপ) ভ্রমণ- Majuli Island (World’s largest river-island) tour

World's largest river-island

• চলুন ঘুরে আসি বিশ্বের বৃহত্তম নদী-দ্বীপে

আমরা সবাই উত্তর-পূর্ব ভারতের সমৃদ্ধ উপতক্যা, প্রানবন্ত ঘাস, ঘন জঙ্গল, কুয়াশাচ্ছন্ন পাহাড়-এর ব্যাপারে প্রচুর গল্প শুনি। কিন্তু এই আকর্ষণগুলি ছাড়াও উত্তর-পূর্ব ভারতেই রয়েছে World’s largest river island অর্থাৎ পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ, যার নাম মাজুলী দ্বীপ।

• মাজুলী দ্বীপের অবস্থান এবং ক্ষেত্রফল

এই দ্বীপটি উত্তর-পূর্ব ভারতের কেন্দ্রবিন্দু আসামের ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত। বিংশ শতাব্দীর শুরুর দিকে এই দ্বীপের ক্ষেত্রফল ছিল প্রায় ৮৮০ বর্গকিলোমিটার। কিন্তু ব্রহ্মপুত্র নদের উত্তাল জলস্রোতের ফলে এই দ্বীপের বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে এই দ্বীপটি প্রায় ৩৫২ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। এই ক্ষয়-ক্ষতি হয়ে যাওয়ার পরেও মাজুলী দ্বীপ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ পুরো বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ হিসেবে পরিচিতি পেয়েছে। এই দ্বীপটি ভারতের সর্বপ্রথম দ্বীপ, যেটি ২০১৬ সালে একটি জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

• মাজুলী দ্বীপের গ্রাম সংখ্যা, জনসংখ্যা এবং সেখানকার মানুষদের জীবিকা

এই দ্বীপে মোট ১৪৪টি গ্রাম রয়েছে এবং এখানকার জনসংখ্যা প্রায় ১৫ লাখ। এখানে tribals, non-tribals, scheduled caste এসব বিভিন্ন জাতির মানুষ বসবাস করে। এখানে প্রধানত যে যে ভাষায় কথা বলা হয় সেগুলি হল মাইজিং,অসমীয়া এবং দেউরি। এখানকার মানুষের প্রধান জীবিকা হল চাষবাস এবং মাছ ধরা। এছাড়া এই দ্বীপের অনুষ্ঠিত নাটকের মুখোশ তৈরি করাও তাদের রুজি রোজগারের আরেকটি উপায়।

 

[ আরও জানুন- এই ভারতেই আছে এমন কিছু গ্রাম, যেখানে সবাই কথাবলে সংস্কৃত ভাষায় ]

 

• মাজুলী দ্বীপ কেন বিখ্যাত?

মাজুলী দ্বীপকে বৈষ্ণব সংস্কৃতির মুখ্য কেন্দ্র এবং আসামের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। এছাড়াও এই দ্বীপ মন্দির নগরী নামেও খ্যাত। বর্তমানে এখানে ২২ টি সত্র বা মন্দির রয়েছে।এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে এখানকার সেগুলি হল গড়মুর, কমলাবাড়ি সত্র, দক্ষিণাপট সত্র, আউনীআটী সত্র, বেঙেনাআটী সত্র এবং আসামের স্বর্ণমন্দির তেঙ্গাপানিয়া।

• কোন সময় যাবেন?

 আপনারা যদি এই দ্বীপটি সচক্ষে দেখতে চান তাহলে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস হল এই জায়গায় যাওয়ার জন্য সবচেয়ে মোক্ষম সময়। কারণ এই সময় এখানকার আবহাওয়া সবচেয়ে ভালো থাকে আর এখানে মূলত যে যে উৎসব অনুষ্ঠিত হয় সেগুলি আপনারা এই সময় গেলেই দেখতে পাবেন। তবে হ্যাঁ ভুল করেও কেউ গ্রীষ্ম বা বর্ষা কালে এখানে যাবেন না।

• কিভাবে এই দ্বীপে যাবেন?

প্রথমে flight এ বা ট্রেনে করে গুয়াহাটি যেতে হবে, তারপর সেখান থেকে গাড়ি বা বাসে করে যেতে হবে জোরহাট এবং সেখান থেকেই ফেরী করে মাজুলী দ্বীপ।

• কোথায় থাকবেন?

Enchanting Majuli Resort, Okegiga Homes, Jonki Panoi Bamboo Cottages,  Maa Vaishnavi lodge।

 

ভালো লাগলে পোস্টটি সকলের সাথে অবশ্যই শেয়ার করুন । আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান আমরা অপেক্ষায় আছি ।

নিচের ভিডিওটি দেখুন

Facebook Comments Box
BengaliEnglishHindi